I learned Python and PHP

শিখেছি = এতটুকু শিখেছি যে- environment setup, package install, syntax, অন্যের কোড দেখলে মোটামুটি বোঝা + কন্ট্রিবিউট করতে পারা। শিখেছি বলে মাস্টার হয়েছি বুঝাইনি।

পাইথন শিখেছি শুরুতে BroCode চ্যানেলের এক ঘণ্টার ক্র‍্যাশ কোর্স

এরপর netninja চ্যানেলের django crash course

একই চ্যানেলের Python Playlist (এবং একটু w3schools)

শেখার সময়: ৮ অক্টোবর থেকে পরবর্তী কয়েকদিনে।

পাইথনের ফাংশনের প্যারামিটারের বৈচিত্র্য ভাল লেগেছে। django লারাভেলের চেয়ে সহজ ও ক্লিন মনে হয়েছে, এছাড়া ট্রেইলিং কমা ব্যাপারটা কেমন যেন!

php শিখেছি ১৮ অক্টোবর, W3schools থেকে

আর Laravel শিখেছি আজ ১৯ অক্টোবর, The Codeholic চ্যানেল থেকে।

php দেখি পুরাই জাভাস্ক্রিপ্ট! 😁 প্রচুর মিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *