Tag: Productivity

  • Web devs, Use alias

    একটা Meme আছে, “আপনারা যারা chattogram / chittagong না লিখে ctg লেখেন, তারা বেঁচে যাওয়া সময়টায় কী করেন?”

    এই প্রশ্নের উত্তর যাই হোক, আমি কয়েক সেকেন্ড করে সময় বাঁচানোর আরেকটা উপায় বলি।

    ১। bash terminal / vscode এর টার্মিনালে সময় বাঁচানো

    উইন্ডোজের C:\Program Files\Git\etc\ এ যান, সেখানে bash.bashrc নামের ফাইল থাকবে। অথবা everything সফটওয়্যারে bash.bashrc লিখে সার্চ দিন।

    তারপর ফাইলের শুরুতেই নিচের লাইনগুলো অ্যাড করে দিন, তাহলে VSCode / Cursor এ npm run dev লেখা লাগবে না, nrd লিখলেই হবে। (nerd, haha) এভাবে বাকিগুলোও…

    alias nrd=’npm run dev’

    alias nrs=’npm start’

    alias nrb=’npm run build’

    alias nrp=’npm run preview’

    ২। গিট ব্যবহারে সময় বাঁচানো

    টার্মিনালে নিচের কমান্ডগুলো লিখলেই হবে।

    git config –global alias.co “checkout”

    git config –global alias.br “branch”

    git config –global alias.cm “commit”

    git config –global alias.st “status”

    তাহলেই git status না লিখে git st লিখলেই হবে।

    git commit -m “initial commit” না লিখে

    git cm -m “initial commit” লিখলেই হবে।

    বিঃদ্রঃ আমি যেই aliasগুলো লিখেছি- তাই যে ব্যবহার করতে হবে, তা না। চাইলে alias এর অক্ষরগুলো নিচের ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন।

  • Netiquette / Internet Etiquette

    ১। ইনবক্সে কিছু বলার থাকলে সরাসরি বলে ফেলা। সালাম/হাই-হ্যালোর রিপ্লাইয়ের অপেক্ষা না করা।

    যেমন, আসসালামু আলাইকুম, আপনার থেকে অমুক বিষয় জানতে চাই / আমি আপনার সাথে বা আপনার জন্য কাজ করতে চাই / দেখা করতে বা মিটিং করতে চাই।

    নইলে একবার সালাম, অনেক পরে জবাব। তার অনেক পরে আবার সালাম (যেহেতু অনেকের ধারণা আগের সালাম বাসি হয়ে যায়!) এভাবেই বেশ কয়েকবার চলবে, মূল কথা বলা হয়ে নাও উঠতে পারে।

    ফেক আইডি ব্যবহার করে থাকলে / যাকে ম্যাসেজ দিচ্ছেন সে আপনার “অনলাইন নামের” সাথে পরিচিত না থাকলে পরিচয়ও বলে দেয়া। নইলে পরিচয় জিজ্ঞেস করেও সময় নষ্ট হবে। আর ‘for god’s sake’ পরিচয় জিজ্ঞেস করলে ‘ভুলেই গেছেন/আমাদের কি আর মনে রাখবেন?’ না বলা।

    নিচের ৩টি সাইট খুবই প্রাসঙ্গিক। আমি মাঝে মাঝে কোনো গ্রুপ-পোস্টের কমেন্ট সেকশনে প্রথমটি দিয়ে দেই। ২য়টি হয়ত দেই না, কিন্তু উপরে তো লিখলামই। এখন হয়ত এই ব্লগ পোস্ট ধরিয়ে দিতে হবে।

    https://dontasktoask.com

    https://nohello.net/en

    https://xyproblem.info

    ২। অপ্রাসঙ্গিক কমেন্ট না করা।

    আচ্ছা, ভিডিওর কমেন্টে কালেমা, কুরআন-হাদীসের বাণী, মাকে নিয়ে লেখা বাণী পোস্ট করে কী লাভ হয়?

    এটা কি জাস্ট কিছু লাইক পাওয়ার ধান্ধা? নাকি ফলোয়ার পাওয়ার? মনে তো হয় না ওসব দেখে কেউ ফলো করে!

    ৩। ইগনোর + হাইড + রিপোর্ট করতে শেখা

    নইলে খারাপ কিছু তৈরিতে, প্রচারে আপনার অবদান থেকে যাবে।

    (যেমন, ইসলামবিদ্বেষী কোনো লেখকের পোস্টে/কার্টুনে গালি দিয়ে কমেন্ট)। সেক্ষেত্রে তো রিচ/অ্যালগরিদম ইত্যাদির জন্য আরো সহায়ক হবে।

    আর পরিবার তুলে গালি দিলে ইসলাম কায়েম হবে না / বা হুমকি দিয়ে। তার পরিবারও হয়ত তাকে নিয়ে বিব্রত। আবার পরিবারের সদস্য আপনার গালি দেখেও বিব্রত! (কারণ গালিটি হয়ত তাকে নিয়েই!)।

    ৪। মিথ্যা কমেন্ট না করা।

    যেমন, একাধিক বিবাহের আলোচনা চলছে, কেউ ফেক আইডি খুলে কমেন্ট করলো ‘আমি আমার স্বামীকে ২য় বিয়ে করিয়ে দিয়েছি/স্বামীর ২য় বিয়ে করতে আপত্তি নেই।’ যদি বাস্তবে কোনো নারী- যিনি এরকম করেছেন- তিনি তো করতেই পারেন।

    কিন্তু দাওয়াহ/হিকমাহ ভেবে মিথ্যা কমেন্ট না করা।

    এমনিভাবে “আমি নওমুসলিম, এভাবে এভাবে সকল বাঁধা অতিক্রম করেছি…” লিখে মিথ্যা গল্প না বলা।

    এগুলো তো আমার লেখা / নিজস্ব উপলব্ধি, এমনিতে অনলাইনে তো অনেক পাওয়া যায়- যেমন

    https://www.kaspersky.com/resource-center/preemptive-safety/what-is-netiquette

  • Pro🦆tivity

     সময়ের হিসাব রাখা

    ১। কম্পিউটারে https://activitywatch.net/ ব্যবহার করি। বেশ জোশ জিনিস, কিন্তু বিগিনার ফ্রেন্ডলি না। কাস্টমাইজেশন একটু জঠিল, regex পারলে সুবিধা পাওয়া যায়।
    এটা প্রতিটা উইন্ডো (ব্রাউজার, ফাইল এক্সপ্লোরার, মিডিয়া প্লেয়ার) এর হিসাব দেখায়।
    প্লে স্টোরেও দেখেছি, অফিশিয়াল নাও হতে পারে, শিওর না।

    ২। ক্রোম বাউজারে https://chromewebstore.google.com/detail/webtime-tracker/ppaojnbmmaigjmlpjaldnkgnklhicppk?hl=en এটা ব্যবহার করেছি। এখনো ইন্সটল করা, যদিও খুব একটা দেখি না। csv আকারে ডাটা এক্সপোর্ট করা যায়। যদিও বেশিদিনের ডাটা এক্সপোর্ট করতে চাইলে হয়ত

    ৩। মোবাইলে তো Digital wellbeing আছেই, গত ১৭ মে হিসাব করলাম, তার আগের ২৬ দিনে ৬০৪ মিনিট Duolingo অ্যাপ চালিয়েছি। আজ ১৯ মে ৭০ তম স্ট্রাইক হলো। এখান থেকে গুগল শীটে কানেক্ট করা গেলে / ডাটা এক্সপোর্ট করা গেলে খুবই ভালো হতো।

     

    অন্যান্য টুলস

    পাসওয়ার্ড

    আগে lastpass ব্যবহার করতাম, এখন গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করি। গুগলের উচিত ছিলো এই জিনিস আরো আগে না।
    স্যামসাং পাসওয়ার্ড ম্যানেজার যখন ২০১৮ + – এ দেখেছিলাম, তখনই মনে হয়েছিলো- গুগলের এই জিনিস বানানো উচিত। সম্ভবত ২০২২ এর মাঝামাঝি সময়ে গুগল এটার দিকে ফোকাস করে।

    গুগল

    কিপ, ড্রাইভ, ক্যালেন্ডার মোটামুটি ব্যবহার করতে পারলে জীবনে বেশ সহজ করা সম্ভব। অনেকে গুগল-প্রাইভেসি ইত্যাদি বলবেন, লাভ নেই। বিকল্প হিসেবে যা যা দেখানো হবে, সেগুলোর সামষ্টিক cons গুগলের চেয়ে কম নাও হতে পারে।

    এছাড়া

    সীমিত আকারে Notion ব্যবহার করি।

    কাস্টম ইমেইলের জন্য ফ্রিতে Zoho mail ভালোই।